“স্বাধীনতার পক্ষের শক্তি ছাত্রলীগ কতৃক বিশ্বজিতকে হত্যার আজ ১ বছর ৩দিন”
“স্বাধীনতার পক্ষের শক্তি ছাত্রলীগ কতৃক বিশ্বজিতকে হত্যার আজ ১ বছর ৩দিন”প্রকাশ্যে দিনে দুপুরে কুপিয়ে কুপিয়ে বিশ্বজিতকে হত্যা করে সোনার ছেলেরা। বিশ্বজিত কে হত্যার এক বছর পেরিয়ে গেলে ও আজ ও বিচার করা হয়নি চিন্হিত ছাত্রলীগের সন্ত্রাসীদের। বিশ্বজিত এর হত্যাকান্ড বিশ্ববাসী দেখছে। হাজার হাজার মানুষ ধিক্কার জানিয়েছে, চোখের পানি ফেলেছে অনেকে। একটা বছর পার হয়ে গেলেও কোন সুশীল সমাজকে একটা বাক্য উচ্চারণ করতে দেখলাম না। উল্টো সরকার প্রধান থেকে শুরু করে সুশীল সমাজ, তাদের দলের নেতা- কেঁথা এই সন্ত্রাসীদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে জয়গান গাইতে ব্যস্ত!!! এই ছাত্র নামের কুছাত্র কুত্তা গুলোর এমন কোন খারাপ কাজ নেই যেটা তারা করে না।তারপরও
তারা স্বাধীনতার পক্ষের শক্তি!!!
কারন তারা মানুষের রক্তের মধ্যে লাফালাফি করতে পারদর্শী, মানুষকে বিশ্বজিত এর মত কুপিয়ে কুপিয়ে হত্যা করতে জানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মহড়া দিতে জানে! যা বুকের পাঠা উচু করে, সবার সামনে দেখায় দেখায় করে!!!
বাংলাদেশের গনমানুষের দাবি এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হক... বিশ্বজিতের মত আর যেন কোন পরিবার ভুক্তভোগী না হয়। আর যেন কোন পরিবার তার
সন্তানকে না হারায়।
বাংলাদেশ জিন্দাবাদ।




