জেলেও শহীদ আব্দুল কাদের মুল্লা ভাই এর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল !
জেলেও শহীদ আব্দুল কাদের মুল্লা ভাই এর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল !লিখেছেন
এড. রোকন রেজা
কি অবাক হচ্ছেন ? তাই হয়েছে..........
আজ কোর্ট এ কাজ শেষ করে বাসায় ফিরছিলাম তখন। মনটা বিষন খারাপ, কোন সময় যে এয়ারপোর্ট এ চলে এলাম হটাৎ শুনলাম নারায়ে তাকবীর.......আল্লাহু আকবার স্লোগনে মুখরিত চার দিকে তাকিয়ে দেখতে চাইছি কোথায় মিছিল হচ্ছে কি ? না কোথায় মিছিল খোজে পেলামনা ডান পাশে তাকিয়ে দেখি পুলিশের প্রিজন ভ্যান এবং প্রিজন ভ্যান থেকেই ভেশে আসছে স্লোগান.......
নারায়ে তাকবীর.......
আল্লাহু আকবার
শহীদের রক্ত বৃথা যেতে দিবনা
আমার ভাই শহীদ কেন
খুনি হাসিনা জবাব চাই
পাশের সিট থেকে এক লোক বল্লেন সারা দেশে আজ বিক্ষোবে উত্তাল, সরকার তাদের কে কোন ভাবে ঠেকাতে না পেরে হত্যার মাধ্যমে শেষ করতে চায়, তার পরিনতি যে কত ভয়াবহ হবে তার একটা উদাহারন এই প্রিজন ভ্যানরে মিছিল বলে দিচ্ছে.......




