বাবা-মার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত
বাবা-মার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িতসদরপুরে কাদের মোল্লার দাফনে হাজারো মানুষ
ফরিদপুর অফিস
ফরিদপুর সদর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশন মাঠে আবদুল কাদের মোল্লার গায়েবানা জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ; ইনসেটে কাদের মোল্লার লাশ : নয়া দিগন্ত
শুভাকাক্সী, স্বজন আর এলাকার হাজার হাজার মানুষের ভালোবাসা ও চোখের পানিতে বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা। তার দাফন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প থেকে নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। কনকনে শীত উপো করে বৃহস্পতিবার মধ্য রাতে দাফনে অংশ নিতে ছুটে আসা হাজার হাজার স্থানীয় জনতাকে বাধা দিয়েছে পুলিশ। এ সময় তাদের একবারের জন্য শেষ দেখাও দেখতে দেয়া হয়নি। দাফনে অংশ নিতে আসার পথে গ্রেফতার করা হয়েছে শুভাকাক্সী, সমর্থক ও দলীয় নেতাকর্মীদের। এ সময় গ্রেফতার করা হয়েছে অর্ধশতেরও বেশি। বাধা দেয়া হয়েছে সংবাদ সংগ্রহে সদরপুরে যাওয়া সংবাদকর্মীদেরও। মধ্য রাতে কনকনে শীতের মধ্যে তাদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে।
ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে দু’টি অ্যাম্বুলেন্স ও ট্রাকসহ ১৫টি গাড়িযোগে পুলিশ, বিজিবি ও এপিবিএন সদস্যদের নিয়ে লাশবাহী বহরটি রাত ৩টার পরে এসে পৌঁছে সদরপুরের ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে। এর আগেই আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল এসে কবর খুড়ে সম্পন্ন করে রাখে। আমিরাবাদ গ্রামে কাদের মোল্লার লাশটি গ্রহণ করেন তার ছোট ভাই ভাষানচর ইউপির চেয়ারম্যান মাইনউদ্দিন মোল্লা। রাত ৩টা ৫৭ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় বাড়ির প্রাঙ্গণে .....................




