www.gmodules.com/ig/ifr?url=http://totalgta.net/igoogle/tools/calendar/calendar.xml
Login


dailyvideo

নৌবাহিনীতে আজ যোগ দিয়েছে বিএনএস সমুদ্রজয়

নৌবাহিনীতে আজ যোগ দিয়েছে বিএনএস সমুদ্রজয়
বাংলাদেশ নৌবাহিনীর বহরের নতুন সদস্য বিএনএস সমুদ্রজয় গতকাল শুক্রবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
ঢাকার মার্কিন দুতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র কোস্টগার্ড কার্টার জারভিস নামে পরিচিত ৩৭৮ ফুট দীর্ঘ শক্তিশালী এই নৌযানটি ১৯৭২ সালে হাওয়াইতে মোতায়েন ছিল। এটি এখন বৃহত্তম নৌযান হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে। এর নতুন নাম বিএনএস সমুদ্রজয়।
এক্সেস ডিফেন্স আর্টিকেলস্ কর্মসূচির আওতায় এ বছরের ২১ মে এই নৌযান বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় এটির নতুন নাম দেওয়া হয় সমুদ্রজয়। ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ ও নতুন উপকরণ স্থাপনের নিবিড় কর্মসূচির পর ১৬৭ জন নাবিক নৌযানটি নিয়ে সাফল্যের সঙ্গে ছয় সপ্তাহে প্রশান্ত মহাসাগর পাড়ি দেন। ফিলিপাইনের প্রাকৃতিক দুর্যোগে সাড়া দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর এই যানে করে ৪০ টন ত্রাণসামগ্রী ৩০ নভেম্বর ম্যানিলায় পৌঁছে দেয়।নৌবাহিনীতে আজ যোগ দিয়েছে বিএনএস সমুদ্রজয়
বাংলাদেশ নৌবাহিনীর বহরের নতুন সদস্য বিএনএস সমুদ্রজয় গতকাল শুক্রবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
ঢাকার মার্কিন দুতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র কোস্টগার্ড কার্টার জারভিস নামে পরিচিত ৩৭৮ ফুট দীর্ঘ শক্তিশালী এই নৌযানটি ১৯৭২ সালে হাওয়াইতে মোতায়েন ছিল। এটি এখন বৃহত্তম নৌযান হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে। এর নতুন নাম বিএনএস সমুদ্রজয়।
এক্সেস ডিফেন্স আর্টিকেলস্ কর্মসূচির আওতায় এ বছরের ২১ মে এই নৌযান বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় এটির নতুন নাম দেওয়া হয় সমুদ্রজয়। ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ ও নতুন উপকরণ স্থাপনের নিবিড় কর্মসূচির পর ১৬৭ জন নাবিক নৌযানটি নিয়ে সাফল্যের সঙ্গে ছয় সপ্তাহে প্রশান্ত মহাসাগর পাড়ি দেন। ফিলিপাইনের প্রাকৃতিক দুর্যোগে সাড়া দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর এই যানে করে ৪০ টন ত্রাণসামগ্রী ৩০ নভেম্বর ম্যানিলায় পৌঁছে দেয়।

Posted by মো. রাশেদুজ্জামান on 11:27 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for নৌবাহিনীতে আজ যোগ দিয়েছে বিএনএস সমুদ্রজয়

Leave comment

Recent Entries

Recent Comments

Photo Gallery