www.gmodules.com/ig/ifr?url=http://totalgta.net/igoogle/tools/calendar/calendar.xml
Login


dailyvideo

কাদের মোল্লার মৃত্যুদণ্ড হলো এমন একটি ভুল যা ইতিহাস কখনো ক্ষমা করবে না : এরদোগান

কাদের মোল্লার ফাঁসি কার্যকর একটি ‘ঐতিহাসিক ভুল’- তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগান একথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশের বিরোধীদলীয় রাজনীতিবিদ আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড হলো এমন একটি ভুল যা ইতিহাস কখনো ক্ষমা করবে না।
এরদোগান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার রায় কার্যকরের আগ মুহূর্তে করা তার টেলিফোনের কথা স্মরণ করিয়ে বলেন, অনুরোধ সত্ত্বেও কর্তৃপক্ষ কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। টুডেজ জামান।
শুক্রবার সমর্থকদের এক সমাবেশে এরদোগান কাদের মোল্লার জন্য গভীর দু:খ প্রকাশ করেন। তিনি বলেন, এই আবেগতাড়িত তদন্ত বন্ধ করা উচিত।

Posted by মো. রাশেদুজ্জামান on 9:22 AM. Filed under , , , , , , , , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0

Recent Entries

Recent Comments

Photo Gallery